ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বিএসইসি’র নতুন শর্তে কমবে আইপিও শিকারীদের দৌরাত্ম্য (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ১১ জানুয়ারি ২০২১ | আপডেট: ১১:৪৯, ১১ জানুয়ারি ২০২১

আইপিও আবেদনে কমপক্ষে ২০ হাজার টাকার বিনিয়োগ থাকার বাধ্যবাধকতা আরোপ করে বিএসইসি’র দেয়া নতুন শর্তকে ইতিবাচক হিসেবে দেখছেন পুঁজিবাজার বিশ্লেষকরা। বলছেন, এতে আইপিও শিকারীদের দৌরাত্ম্য কমবে। পাশাপাশি শর্তপূরণে অনেকেই সেকেন্ডারি মার্কেটে বাড়াবেন বিনিয়োগ। ফলে শেয়ারের বাড়তি চাহিদা তৈরি হওয়ায় বাজার আরও চাঙ্গা হবে বলে আশা সংশ্লিষ্টদের। 

আগামী ১ এপ্রিল থেকে আইপিওতে লটারি প্রথা থাকছে না। ফলে প্রত্যেক আবেদনকারীই পাবেন প্রাথমিক শেয়ার। তবে এক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সেকেন্ডারি মার্কেটে যাদের কমপক্ষে ২০ হাজার টাকা বিনিয়োগ আছে, তারাই কেবল আইপিওতে ন্যূনতম ১০ হাজার টাকা অর্থমূল্যের প্রাথমিক শেয়ারের জন্য আবেদন করতে পারবেন। 

বিনিয়োগকারীরা জানালেন, ঘণ্টার পর ঘণ্টা ব্যাংকের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো এবং অনেক ঝক্কি-ঝামেলা ছিল। তা থেকে আমরা বেঁচে গেছি। ২০১০ বা পরবর্তীতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটা সুযোগ দেওয়া দরকার, যাতে তারা ক্ষতি পুষিয়ে নিতে পারেন।

বর্তমান আইনে সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ না থাকলেও যে কোন ব্যক্তি একক এবং যৌথ বিও অ্যাকাউন্ট ব্যবহার করে আইপিওতে দুটি আবেদন করতে পারেন।

কিন্তু এক শ্রেণীর বিনিয়োগকারী নামে-বেনামে অসংখ্য বিও অ্যাকাউন্ট থেকে আইপিও আবেদন করছেন। আর শেয়ার পেয়ে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করেই কেটে পড়ছেন তারা। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত বিনিয়োগকারীরা। বাজার থেকেও বেরিয়ে যাচ্ছে বিপুল অর্থ। আইপিও কেন্দ্রিক এই অপতৎপরতা বন্ধ করতে চায় বিএসইসি।

বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমদ বলেন, যারা আগ্রহী হয়ে মার্কেটে আসছে তারা কিছুটা হলেও আইপিওভিত্তিক শেয়ার কেনা-বেচার সুযোগটা পাবে।

এদিকে, বিএসইসি’র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাজার বিশ্লেষকরাও। বলছেন, এতে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা হবে। পাশাপাশি বাজারে তারল্য প্রবাহও বাড়বে। 

গ্রীনডেল্টা ইক্যুইটিসের ব্যবস্থাপনা পরিচালক মো. রাজিব আহসান বলেন, যখনই আপনি ভালো কোম্পানি আনবেন তখন কিন্তু তাদের ইচ্ছাটা আরও বেড়ে যাবে। শুধু যারা আইপিও করে, সেকেন্ডারি মার্কেট থাকলে তারাও এখানে বিনিয়োগ করবে।

বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিডিং ও প্রসপেক্টাস প্রকাশের সম্মতিপত্র একসঙ্গে দেয়ার বিএসইসির সিদ্ধান্তকেও ইতিবাচক মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ভিডিও

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি